স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯ ৭:০৮:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি আগামী রোববার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিদুটি হচ্ছে: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও রহিম টেক্সটাইল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী রবি ও সোমবার এ দুই দিন কোম্পানি দুটি স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করবে। আগামী ৪ নভেম্বর বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন লেনদেন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর সকাল ১১ টায় ঢাকাস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টায় গুলশানের স্পেক্টা কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪১৮ বার পড়া হয়েছে ।
Tagged