স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ প্রতিষ্ঠান

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:৩৮:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিকস, ইমাম বাটন এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলোর মধ্যে ১৮ ফেব্রয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে আরএকে সিরামিকস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।

রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ ফেব্রুয়ারি এ আরএকে সিরামিকস, ইমাম বাটন এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত থাকবে।

১৯ ফেব্রয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে ইমাম বাটনের শেয়ার।

রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আরএকে সিরামিকস : কোম্পানিট ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের সমন্বিত ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।

আগামী ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ঊচট) আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা।

এছাড়া গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৩ পয়সা।

ইমাম বাটন : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ অন্তর্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৩৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২ টাকা ০৭৭ পয়সা।

 

Share
নিউজটি ৪৮ বার পড়া হয়েছে ।
Tagged