স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে প্রাইম ফাইন্যান্স

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৩:৪৬:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ও ২৮ আগস্ট স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ আগস্ট এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্সের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর ১৪ পয়সা আয় ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১৪ পয়সা।

আগামী ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Share
নিউজটি ৮৭ বার পড়া হয়েছে ।
Tagged