২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, মে ২৩, ২০২২ ৭:৪৮:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- আরামিট ও আরামিট সিমেন্ট। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) আরামিট সিমেন্টের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।

অপরদিকে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) আরামিট লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০১ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ০৩ পয়সা।
তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭৩ টাকা ১৮ পয়সা।

 

Share
নিউজটি ২০৮ বার পড়া হয়েছে ।
Tagged