২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সময়: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ২:৫৭:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ফারইস্ট ফিন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২১ ও ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

জানা যায়, ২০২২ সালে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪ টাকা ০৬ পয়সা, যা আগের বছর ২৫ টাকা ৫৫ পয়সা ছিল।

আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড : গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর ৮ টাকা ১০ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

 

Share
নিউজটি ৮৩ বার পড়া হয়েছে ।
Tagged