২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সময়: রবিবার, জুন ৬, ২০২১ ১২:৪২:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ০৭ জুন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এবং জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগে গত ৩ জুন থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে এ ২ কোম্পানি, যা আজও চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ২৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ২২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায়

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ২ টাকা ১১ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged