৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৭:২০:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং নাভানা ফার্মা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৬ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৯ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪২ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ( এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ২৩ পয়সা।

নাভানা ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি –মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৫ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪০ টাকা ৯০ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে (জানুয়ারি –মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩১ টাকা ৯৭ পয়সা।

Share
নিউজটি ১৬১ বার পড়া হয়েছে ।
Tagged