৪০ বীমা কোম্পানির রিটার্ন বেড়েছে

সময়: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ৯:৫৭:০৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের ৪০টি কোম্পানির শেয়ারে রিটার্ন বেড়েছে। এর বিপরীতে ৬টি কোম্পানির শেয়ারে সাপ্তাহিক রিটার্ন কমেছে। এর মধ্যে বেশি রিটার্ন বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ৩৫ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ২৭ টাকা ৪০ পয়সা দরে এবং সর্বনিম্ন ১৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১০ লাখ ২৭ হাজার ৫৬টি শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ২৫ টাকা দরে এবং সর্বনিম্ন ২৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ২০ লাখ ৭৪ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ লাখ ৭৬ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ২১ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ১৪ টাকা ২০ পয়সা দরে এবং সর্বনিম্ন ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১৯ লাখ শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।

চতুর্থ অবস্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ২৩ টাকা ৬০ পয়সা দরে এবং সর্বনিম্ন ১৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৪ লাখ শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৮৩ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে সর্বোচ্চ রিটার্ন কমেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন কমেছে ৮ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৯৪ টাকা ৮০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৭৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৫ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৩৭ টাকা ৯০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৩৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১ লাখ ২৬ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৪৫ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া সানলাইফ ইন্স্যুরেন্সে দশমিক ৬ শতাংশ রিটার্ন কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯১ বার পড়া হয়েছে ।
Tagged