৬৪ কোম্পানিকে মূলধন বাড়ানোর পরামর্শ বিএসইসির

সময়: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১ ১১:৩২:৪৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৪টি স্বল্প মূলধনী কোম্পানিকে পরিশোধিত মূলধন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- আনোয়ার গালভানাইজিং , এপেক্স স্পিনিং , এপেক্স ফুটওয়্যার, এপেক্স ফুডস, আনলিমা ইয়ার্ন, এএমসিএল (প্রাণ), এমবি ফার্মা, আলহাজ টেক্সটাইল, আরমিট লিমিটেড, আজিজ পাইপস, বিডি অটোকার্স, বঙ্গজ, বাটা সু, বিডি ল্যাম্পস, সিভিও পেট্রোকেমিক্যালস, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, ইস্টার্ন লুবরিক্যান্টস, ইস্টার্ন ক্যাবলস, ফাইন ফুডস,
জেমিনি সি ফুডস, জিকিউ বলপেন, হাক্কানি পাল্প, এইচআর টেক্সটাইল, ইমাম বাটন, ইনফরমেশন সার্ভিসেস, জেএমআই সিরিঞ্জ, জুট স্পিনার্স, কে অ্যান্ড কিউ, কোহিনুর কেমিক্যালস, লিগ্যাসি ফুটওয়্যার, লিবার ইনফিউশন, লিন্ডে বিডি, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা সিমেন্ট, মেঘনা পেট, মুন্নু এগ্রো, বাংলাদেশ মনুস্পুল, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টি কোম্পানি, ওরিয়ন ইনফিউশ, পেপার প্রসেসিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড, রহিম টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, রেকিট বেনকিজার, রেনউইক যজ্ঞেশ্বর, সাফকো স্পিনিং, সমতা লেদার, শমরিতা হাসপাতাল, সাভার রিফ্র্যাক্টরিজ, সিনোবাংলা, শ্যামপুর সুগার, সোনালী আঁশ, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, স্টাইল ক্র্যাফট, ইউনিলভার কনজুমার কেয়ার লিমিটেড, উসমানিয়া গ্লাস, ওয়াটা কেমিক্যাল, জিলবাংলা সুগার এবং ফার্মা এইডস। গত ৯ ডিসেম্বর বিএসইসির সহকারি পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিম সই করা চিঠিটি এসব কোম্পানিতে পাঠানো হয়েছে। একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পারিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পারিচালক এবং সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পারিচালকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বিএসইসি বলেছে, স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে থাকতে হলে কোম্পানিগুলোর মূলধন বাড়াতে হবে। অন্যথায় কোম্পানিগুলো মূল বোর্ডে থাকতে পারবে না।
বর্তমানে মূল বোর্ডে লেনদেন করার জন্য কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে বিএসইসি স্বল্প মূলধনীর সামগ্রিক অবস্থা যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর আর্থিক পারফরম্যান্সের উন্নতির সুপারিশ প্রদানের নির্দেশনা দেয়।
কোম্পানিগুলোকে কমিশনের চিঠি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে তাদের পরিকল্পনা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বল্প মূলধনী এই ৬৪টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকার নিচে, ১৭টি কোম্পানির ১০ কোটি টাকার নিচে, ২০টি কোম্পানির ২০ কোটি টাকার নিচে এবং বাকি কোম্পানিগুলোর ৩০ কোটি টাকার নিচে।
কোম্পানিগুলোর মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০টি কোম্পানি লোকসান করেছে। বাকিদের মধ্যে অধিকাংশ কোম্পানির আর্থি অবস্থা খুব বেশি ভালো নয়।
কোম্পানিগুলোর মধ্যে যাদের পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার উপরে রয়েছে, সেগুলোকে ৩০ জুন ২০২২ এর মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে হবে।

অন্যদিকে, যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার নিচে রয়েছে, সেগুলোকে ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে হবে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ বিষেয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা স্বল্প পরিশোধিত কোনো কোম্পানি দেখতে চাই না। কারণ এগুলো বাজারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। একটি চক্র বছরজুড়ে এসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চালাচ্ছে।’

তিনি বলেন, কোম্পানিগুলোর মধ্যে যারা মূলধন বাড়াতে ব্যর্থ হবে সেগুলোকে এসএমই প্ল্যাটফর্মে পাঠিয়ে দেওয়া হবে। যদি এসএমই প্ল্যাটফর্মে প্রেরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে অন্য বিকল্প ব্যবস্থানেওয়া হবে।

জানা যায়, বর্তমানে আনোয়ার গালভানাইজিংয়ের মূলধন ১৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা, এপেক্স ট্যানারির মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের মূলধন ১১ কোটি ৮১ লাখ টাকা, এপেক্স ফুডসের মূলধন ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা, আনলিমা ইয়ার্নের মূলধন ১৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা,
এএমসিএলের (প্রাণ) মূলধন ৮ কোটি টাকা, এমবি ফার্মার মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা, আলহাজ টেক্সটাইলের মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা, আরমিট লিমিটেডের মূলধন ৬ কোটি টাকা, আজিজ পাইপস মূলধন ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা, বিডি অটোকার্সের মূলধন ৪ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা, বঙ্গজের মূলধন ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, বাটা সু’র মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা, বিডি ল্যাম্পসের মূলধন ৯ কোটি ৪০ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালসের মূলধন ২৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, দেশ গার্মেন্টসের মূলধন ৭ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা, দুলামিয়া কটনের মূলধন ৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, ইস্টার্ন লুবরিক্যান্টসের মূলধন ৯৯ লাখ ৪০ হাজার টাকা, ইস্টার্ন ক্যাবলসের মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা, ফাইন ফুডসের মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা, জেমিনি সি ফুডসের মূলধন ৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, জিকিউ বলপেনের মূলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা, হাক্কানি পাল্পের মূলধন ১৯ কোটি টাকা, এইচআর টেক্সটাইলের মূলধন ২৫ কোটি ৩০ লাখ টাকা, ইমাম বাটনের মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা, ইনফরমেশন সার্ভিসেসের মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা, জেএমআই সিরিঞ্জের মূলধন ২২ কোটি ১০ লাখ টাকা, জুট স্পিনার্সের মূলধন এক কোটি ৭০ লাখ টাকা, কে অ্যান্ড কিউ এর মূলধন ৪ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালসের মূলধন ২২ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা,
লিগ্যাসি ফুটওয়্যারের মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা, লিবার ইনফিউশনের মূলধন এক কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা. লিন্ডে বিডির মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা, মেঘনা কনডেন্সড মিল্কের মূলধন ১৬ কোটি টাকা,
মেঘনা সিমেন্টের মূলধন ২৭ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা মেঘনা পেটের মূলধন ১২ কোটি টাকা, মুন্নু এগ্রোর মূলধন ২ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকা, বাংলাদেশ মনুস্পুলমূলধন ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, ন্যাশনাল টি কোম্পানির মূলধন ৯ কোটি ৬০ লাখ টাকা,
ওরিয়ন ইনফিউশনের মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা, পেপার প্রসেসিংয়ের মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা, রহিমা ফুডের মূলধন ২০ কোটি টাকা, রহিম টেক্সটাইলমূলধন ৯ কোটি ৪৬ লাখ টাকা, রংপুর ফাউন্ড্রির মূলধন ১০ কোটি টাকা, রেকিট বেনকিজারের মূলধন ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের মূলধন ২ কোটি টাকা, সাফকো স্পিনিংয়ের মূলধন ২৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা, সমতা লেদারের মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা, শমরিতা হাসপাতাল মূলধন ১৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, সাভার রিফ্র্যাক্টরিজমূলধন এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা, সিনোবাংলার মূলধন ১৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা, শ্যামপুর সুগারের মূলধন ৫ কোটি টাকা, সোনালী আঁশের মূলধন ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, সোনালী পেপারের মূলধন ২১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা, স্টাইল ক্র্যাফটের মূলধন ১৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলভার কনজুমার কেয়ার লিমিটেডের মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, উসমানিয়া গ্লাসের মূলধন ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা, ওয়াটা কেমিক্যালের মূলধন ১৪ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা, জিলবাংলা সুগারের মূলধন ৬ কোটি টাকা এবং ফার্মা এইডসের মূলধন ৩ কোটি ১২ লাখ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৯ বার পড়া হয়েছে ।
Tagged