পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলোর সভা আগামী ৩০ জুলাই মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এর ট্রাস্টি সভা ৩০ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিবছরের আর্থিক প্রতিবেদন পর্যলোচনার পাশাপাশি তা প্রকাশ করা হবে। একই সঙ্গে বিনিয়োগকরীদের জন্য লভ্যাংশও ঘোষণা করা হতে পারে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী