অগ্নি দুর্ঘটনার বীমার টাকা পাবে সায়হাম টেক্সটাইল

সময়: মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ১১:২৫:২৮ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির সায়হাম টেক্সটাইল লিমিটেড সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে থেকে বীমার ৫৪ কোটি টাকা পাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর অগ্নি দুর্ঘটনায় সায়হাম টেক্সটাইলের গুদামের সব কাঁচামাল পুড়ে যায়। এতে বিপুল লোকসানের সম্মুখীন হয় কোম্পানিটি। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর বীমা কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের কাছে জরুরি ভিত্তিতে বীমার টাকা চেয়ে আবেদন করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বীমা কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স বীমার ৫৪ কোটি ৯২ লাখ ৬২ হাজার ১৩০ টাকা সায়হাম টেক্সটাইলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এ বিষয়টি নিশ্চিত করেছে সায়হাম টেক্সটাইলকে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১০৩১ বার পড়া হয়েছে ।
Tagged