দুই পরিচালকের ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯ ৪:৩০:৫৬ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির পরিচালক ৭ লাখ ১৭ হাজার ২৭৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, প্রগতি ইন্স্যুরেন্সের পাবলিক পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম ৬ লাখ ৬৭ হাজার ২৭৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এসব শেয়ারের মধ্যে ৪ লাখ ৬৩ হাজার ৩৭৪টি শেয়ার সাধারণ মার্কেট থেকে ও ২ লাখ ৩ হাজার ৯০০ শেয়ার ব্লক মার্কেট থেকে কেনা হবে।

অন্যদিকে পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার ক্রয় করা হবে।

এদিকে আজ প্রগতি ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২২ টাকা ২০ পয়সা থেকে ৪১ টাকায় ওঠানামা করে।

পিপলস ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকায় ওঠানামা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১০৬২ বার পড়া হয়েছে ।
Tagged