ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০১৯ ৭:০৮:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, জেনেক্স ইনফোসিস, ইবনে সিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্লক মার্কেটে গতকাল এস কোম্পানির ২০ লাখ ৯১ হাজার ২৮৪টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিকন ফার্মা। তিনবার হাত বদল হয়ে ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। একবার হাত বদল হয়ে ৫৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ১১ লাখ ৪৫ হাজার টাকা, জেনেক্স ইনফোসিস লিমিটেড ৬ লাখ ৬০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মা ৮ লাখ ২৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংক ১৯ লাখ ৮০ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্স ৬ লাখ ১০ হাজার টাকা ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১১৯৬ বার পড়া হয়েছে ।
Tagged