বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

সময়: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৭:০০:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ২ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো: জিকিউ বলপেন এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে জিকিউ বলপেনের ক্রেতার ঘরে ১ লাখ ৫৪ হাজার ১৩১টি শেয়ার ৯১ টাকা ৫০ পয়সা দরে কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ৬ লাখ ২৫ হাজার ৬৫০টি শেয়ার ১ হাজার ২২৪ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৫ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৯১ টাকা ৫০ পয়সায়।
কাশেম ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ৫ লাখ ৬১ হাজার ৪৯৪টি শেয়ার ৩১ টাকা ৭০ পয়সা কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ১ লাখ ৭৪ হাজার ৩৯৮টি শেয়ার ৩০৬ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৫৩ লাখ ৮২ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকা ৭০ পয়সায়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১১৭৬ বার পড়া হয়েছে ।
Tagged