নিজস্ব প্রতিবেদেক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ইলেকট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে গত ৯ ডিসেম্বর নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। যেসব বিনিয়োগকারীর লভ্যাংশ বিইএফটিএন-এর মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষাণা করেছে।
আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২০ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারদর ২১৮ থেকে ৩২০ টাকায় ওঠানামা করে। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১ কোটি ৩০ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই রেশিও) অনুপাত ২০.১৬। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই রেশিও) অনুপাত ৫২.৩৮। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ১২ লাখ ৫০ হাজার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী