নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানি ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাসেল ৩ শর্তপূরণে এডিশনাল টায়ার-১ শর্ত পরিপালন করা হবে।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করা হবে।
গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ কোম্পানির শেয়ার দর ১২ টাকা ১০ পয়সা থেকে ১৯ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৯৩ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৬৮৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৯ লাখ ৩৩ লাখ ৪১ হাজার ৩৫৭টি। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী