ইউনাইটেড পাওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯ ৬:৪২:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং নির্ণয় সম্পন্ন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘমেয়াদী ‘এএএ’ ও স্বল্পমেয়াদী ‘এসটি ওয়ান’ রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৪৫ টাকা ৩০ পয়সায়। গত এক বছরে এ শেয়ার দর ২১৮ টাকা ২০ পয়সা থেকে ৪২২ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। এর অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫২৬ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ২ হাজার ২৭৭ কোটি ১৭ লাখ ৭৯ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৭০১টি। ৩০ নভেম্বর ২০১৯ পরিচালকদের হাতে ছিল ৯০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল ৩.০১ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬৬ বার পড়া হয়েছে ।
Tagged