কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার স্ট্যান্ডার্ড সিরামিকের

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ৬:১৯:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ‘বি’ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা জানা যায়, গত ৭ আগস্ট থেকে কোম্পানিটির কারখানার আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গত ১৪ আগস্ট থেকে দুই মাসের জন্য কারখানার আংশিক অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যা অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে পুনরায় চালু করার কথা ছিল। তবে এর আগেই কারখানার ওই অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৬০৭ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১২৯ টাকা ৬০ পয়সা থেকে ৭৫৯ টাকায় ওঠানামা করে।
১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভের পরিমাণ ১ কোট ৭৪ লাখ ১০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩৮৮.১। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩০২.৫৭। কোম্পানির মোট শেয়ারের পরিমাণ ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি। ২০১৮ সালে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ২৮.৫০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৯১ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৫.৫৯ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১৯ বার পড়া হয়েছে ।
Tagged