সাপ্তাহিক গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ

সময়: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯ ২:৩২:২৫ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির কে অ্যান্ড কিউ। সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ১২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩২ টাকায় লেনদেন হয়। সপ্তাহজুড়ে সর্বমোট ২২ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৭৭৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ৬৩ কোটি ২ লাখ ৯১ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

স্টাইল ক্রাফট রয়েছে গেইনারের তৃতীয় স্থানে। সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৭০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে মোট ৫৮ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, দেশবন্ধু পলিমার, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা এইডস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged