অগ্নি সিস্টেমের এজিএমের তারিখ পরিবর্তন

সময়: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯ ৭:৩৩:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার গুলশানে অবস্থিত সেলিব্রিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানির এজিএম আগামী ২২ ডিসেম্বর, স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছিল কোম্পানিটি।

প্রসঙ্গত কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৪ পয়সা। আগামী বৃহস্পতিবার বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫৫ বার পড়া হয়েছে ।
Tagged