ক্যাশ ফ্লো মাইনাসে প্রকৌশল খাতের ৮ কোম্পানির

সময়: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১১:৩১:১৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো মাইনাসে রয়েছে ৮ কোম্পানির। এগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, আজিজ পাইপস, বিডি থাই, দেশবন্ধু পলিমার, মুন্নু এগ্রো, ওয়াইম্যাক্স, সিঙ্গার বিডি ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস : দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫৬ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ কমেছে ৫ পয়সা।

আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের
পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৯ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ০৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ২ টাকা ২৮ পয়সা।

আজিজ পাইপস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬৮ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ১ টাকা ৩২ পয়সা।

বিডি থাই: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৮২ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ১ টাকা ২৮ পয়সা।

দেশবন্ধু পলিমার: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৭৩ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৩০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ১ টাকা ৪৩ পয়সা।

মুন্নু এগ্রো: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৯১ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২৩ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ২১ টাকা ৭২ পয়সা।

ওয়াইম্যাক্স: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫৩ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ৮৮ পয়সা।

সিঙ্গার বিডি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৬ টাকা ৯২ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৩৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ৭২ পয়সা।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৭৮ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে মাইনাস ৬৪ টাকা ৭৩ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২২৭ বার পড়া হয়েছে ।
Tagged