নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে কোম্পানি ঘোষিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এজিএম এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রিফাত হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবসার। এছাড়া কোম্পানির পরিচালক ও স্বতন্ত্র পরিচালক, সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সর্বশেষ হিসাববছরে (২০১৮-২০১৯) এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৮০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদের দায় হয়েছে ১৬ টাকা ৭৪ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী