নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (সোমবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল ১১টায় ঢাকার গুলশানে অবস্থিত স্পেক্টা কনভেনশন সেন্টারে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ৭ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সালে কোম্পানিটি ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানিটির অনুমোদিত মুলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৩৫ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার ৮২৯টি। ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত পরিচালকদের হাতে রয়েছে ৬০.৭৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৪৫ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৪.১৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২.৬৭ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী