ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজিএম আজ

সময়: বুধবার, আগস্ট ২১, ২০১৯ ১২:৩৪:৩৯ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টায় ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে এ সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
আজ এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ৫ টাকা ৮০ পয়সা থেকে ১৮ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ২১১ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে রির্জার্ভের পরিমাণ ৫৯ কোট ৬৮ লাখ ৯০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩.০১। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩১। কোম্পানির মোট শেয়ারের পরিমাণ ২১ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৮৫৪টি। ৩ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৪১.৫৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.৪৭ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৭ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১.৯২ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৫ বার পড়া হয়েছে ।
Tagged