সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতনে মূলধন কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকার

সময়: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১:১৫:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) ধারাবাহিক দরপতনে মূলধন কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকার।

বিদায়ী সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ৩ দিনই সূচক ও লেনদেন কমেছে।

সপ্তাহটি শুরু হয়েছিল ধারাবাহিক দরপতন দিয়ে। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে সামান্য লেনদেন বেড়েছে।

বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৩০ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩.৯৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২১.৬৯ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০.৫২পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯.৫৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১২১টি, কমেছে ২৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৭৩৬টি শেয়ার ৯ লাখ ১৯ হাজার ৮০৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৫৪.৭০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৫১১ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৩১৮ টাকা বা ০.৫৮ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫.৪৭ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫.২০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৬৬.৯১ পয়েন্ট বা ১.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৩.৫৫ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৭.২৫ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ এবং সিএসআই সূচক ২১.৬২ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৮১.১৪ পয়েন্টে এবং এক হাজার ১৫১.৮ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮.৯৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৫.৯৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৫টি, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৮ কোটি ৭৫ লাখ ১২ হাজার ১৩৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ১২৮ টাকা বা ৫৩.৪৮ শতাংশ কমেছে।

 

Share
নিউজটি ৬৮ বার পড়া হয়েছে ।
Tagged