উসমানিয়া গ্লাসের এজিএমের স্থান পরিবর্তন

সময়: বুধবার, নভেম্বর ২৭, ২০১৯ ৭:৪৬:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের উসমানিয়া গ্লাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২০ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাটে অবস্থতি কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে কোম্পানির ৩৩তম এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকাস্থ বিসিআইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, কোম্পানি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬ টাকা ২১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৯৯ টাকা ৬৫ পয়সা। এদিকে

আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন ৫২ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা। ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০৪ বার পড়া হয়েছে ।
Tagged