নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইলের ১৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও সময় জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২২ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে সাভার গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরে কেবলমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোগ, পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট ২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৩৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮টাকা ১ পয়সা।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪৭ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ১ লাখ ৬৫ হাজার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী