৬ কোম্পানির লেনদেন স্থগিত আজ

সময়: বুধবার, ডিসেম্বর ৪, ২০১৯ ৩:৪২:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল (বৃহস্পতিবার) স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সোনালি আঁশ, ম্যাকসন স্পিনিং মিলস, আনোয়ার গ্যালভানাইজিং ও এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে লেনদেন শেষ হয়েছে গতকাল। রেকর্ড ডেটের পর আগামী ৮ ডিসেম্বর (রোববার) থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন পুনরায় চালু হবে।
প্রসঙ্গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য রিজেন্ট টেক্সটাইলের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, আরএসআরএম স্টিল ১২ শতাংশ নগদ লভ্যাংশ, সোনালি আঁশ ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ম্যাকসন স্পিনিং মিলস ২ শতাংশ নগদ লভ্যাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং এস্কয়ার নিট কম্পোজিট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০৩ বার পড়া হয়েছে ।
Tagged