এবি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:৩২:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘমেয়াদের জন্য ‘এ প্লাস’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি টু’ রেটিং দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাববছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৯ আর্থিকবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
গতকাল এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৭ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে এ শেয়ার দর। এর অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭৫৮ কোটি ১৩ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৬০৩টি। ৩০ নভেম্বর ২০১৯ পরিচালকদের হাতে ২৯.২৫ শতাংশ, সরকারের হাতে ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.০৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল ৩৫.০৭ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারব‍াজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫২৩ বার পড়া হয়েছে ।
Tagged