নিজস্ব প্রতিবেদক : চলতি মাসেই শেষ হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুইটি পাওয়ার প্লান্টের মেয়াদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির পাওয়ার পারসেচ এগ্রিমেন্ট (পিপিএ) অধীনে কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্লান্টের মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে। আর কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপারা প্লান্টের মেয়াদ আগামী ২৮ মে শেষ হবে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কেপিসিএলকে পাওয়ার প্লান্ট দুইটির উৎপাদন আগামী ১ জুন এবং ২৯ মে বন্ধ করে দেওয়ার জন্য চিঠি দিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, পিপিএ’র অধীনে পাওয়ার প্লান্ট দুইটির মেয়াদ নবায়ানের কাজ চলছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান