নিজস্ব প্রতিবেদক : ১০ শতাংশের কম এবং নো ডিভিডেন্ড প্রদানের কারণে ‘এ’ ক্যাটাগরি ধরে রাখতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, আনলিমা ইয়ার্ন, এটলাস বাংলাদেশ, বেক্সিমকো লিমিটেড, ফুওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইনটেক অনলাইন, লিগ্যাসি ফুটওয়্যার, অলিম্পিক এক্সসরিজ, রেনউইক যজ্ঞেশ্বর, তশরিফা ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড। সদ্য সমাপ্ত ৩০ জুন, ২০১৯ অর্থবছরে ১০ শতাংশের কম বা নো ডিভিডেন্ড প্রদানের কারণে এসব কোম্পানির ক্যাটাগরি অবনতি হচ্ছে।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।
আনলিমা ইয়ার্ন লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।
এটলাস বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
বেক্সিমকো লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।
ফুওয়াং সিরামিকস ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
ফু-ওয়াং ফুডস বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
গ্লোবাল হেবি কেমিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।
ইনটেক অনলাইন লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
রেনউইক যজ্ঞেশ্বর ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।
উসমানিয়া গ্লাস লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
জাহিন স্পিনিং লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোম্পানিটি এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
ক্যাটাগরি অবনতি হচ্ছে ১৪ কোম্পানির
সময়: বুধবার, নভেম্বর ২০, ২০১৯ ১১:২১:৩৮ পূর্বাহ্ণ