সাপ্তাহিক গেইনারের শীর্ষে আনলিমা ইয়ার্ন

সময়: শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯ ৭:১৮:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইর্য়ান ডায়িং লিমিটেড সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। প্রতিটি শেয়ার ৪৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহে এ কোম্পানির ১২ কোটি ৪৪ লাখ ৯১ হাজার টাকা লেনদেন হয়। প্রতিদিন গড়ে ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের দর বেড়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮ টাকায় লেনদেন হয়। মোট ২ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়। প্রতিদিন গড়ে ৭০ লাখ ৩২ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের শেয়ার দর ১১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সায় লেনদন হয়। সপ্তাহজুড়ে ২ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন হয়। প্রতিদিন গড়ে ৬০ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন ১০ দশমিক ৩২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালস্্ ৯ দশমিক১২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭ দশমিক ১৩ শতাংশ, মতিন স্পিনিং মিলস্্ ৬ দশমিক ৭১ শতাংশ, রানার অটোমোবাইলস্্ ৬ দশমিক ৫৯ শতাংশ ও কনফিডেন্স সিমেন্টের দর ৬ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৯৩ বার পড়া হয়েছে ।
Tagged