নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের শেয়ার বিক্রিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ২৭ ডিসেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার বিক্রিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বিক্রিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
প্রসঙ্গত, ফ্যামিলি টেক্স আজ সোমবার ডিএসইতে সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান