জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা

সময়: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ১০:০৩:৪৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬ টাকা ৫ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৬ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৭৪ পয়সা।
আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সিদ্ধেশ্বরীর স্কাই সিটি হোটেলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৬ বার পড়া হয়েছে ।
Tagged