মুহাম্মদ আবদুর রাজ্জাক : মাত্র ১৫ মিনিটেই শেষ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ‘ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও শুরু হয় পৌণে ১১টার দিকে।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইসমাইল নওয়াব বলেন, ‘শেয়ারহোল্ডারদের আস্থা ও ভালোবাসায় ইসলামী ইন্স্যুরেন্সের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। ভালো ডিভিডেন্ড দিচ্ছে ও সামনে আরো দেবে।‘
শাহজালাল ইসলামী ব্যাংক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে। ওইদিন সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার পর ১৫ মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায়।
শুরুতেই বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যের কিছু অংশ পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করেছি। আমাদের মূলধনের পরিমাণ লক্ষণীয়ভাবে বেড়েছে।’
আক্কাস উদ্দিন মোল্লা বলেন, ‘শেয়ারহোল্ডারদের গর্ব করার মতো একটি আদর্শ ইসলামী ব্যাংক হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক গড়ে উঠেছে।’
বিজিআইসি : পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি’ (বিজিআইসি)-এর বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় বিজিআইসি’র চেয়ারম্যান তওহিদ সামাদ বলেন, ‘ডিভিডে›ন্ড ব্যবসার অংশ। ইন্স্যুরেন্সের জন্য এখন খারাপ সময় যাচ্ছে, এ খাতে আন-ইথিক্যাল ঘটনা ঘটছে। তবে বিজিআইসি’র এজিএম-এর কালচার ভিন্ন। গন্ডগোলের নয়। শেয়ারহোল্ডাররা গাইড করবেন, বলবেন।’
বিজিআইসি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে বিজিআইসি’র পথচলা অগ্রগতির। কিন্তু নানান সমস্যার কারণে আমরা কাক্সিক্ষত ডিভিডেন্ড দিতে পারছি না। তবে আইডিআরএ’র সার্কুলার অনুযায়ী আমরা কমিশন দিতে না পারলেও ডিভিডেন্ড দেবো।”
সভায় শেয়ারহোল্ডারদের মধ্য থেকে ডিবিএ সভাপতি শাকিল রিজভী-কে ‘পরিচালক’ হিসেবে মনোনীত করা হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান