পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার ও ডোরিন পাওয়ার। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ এবং ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৯ আগস্ট দুপুর ২.৪০ মিনিটে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনার পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৭ আর্থিক বছরে কোনো লভ্যাংশ দেয়নি।
ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ২৯ আগস্ট বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
ডোরিন পাওয়ারের বোর্ড সভা ৩১ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন সমাপ্ত আর্থিকবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী