রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল থেকে শুরু হচ্ছে। কোম্পানিদুটি হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও রিজেন্ট টেক্সটাইল। বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে আজ এ দুই কোম্পানির লেনদেন বন্ধ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পরিশোধিত মুলধন ১৩ কোটি ৩৪ লাখ টাকা। ২০১৭ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
রিজেন্ট টেক্সটাইলের পরিশোধিত মুলধন ১২১ কোটি ২৭ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৩.৪, হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাত ১২.৭৩।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী