সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

সময়: রবিবার, জানুয়ারি ৩০, ২০২২ ৪:২৮:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

রবিবার (৩০ জানুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
এদিন শেয়ারবাজারে সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৯ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে ৬ হাজার ৯৯১.৫৫
পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৮.৮০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ
এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৮ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯১.১৬ পয়েন্টে
এবং ২ হাজার ৫৮৫.১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে এক হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে
১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২১৯ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির বা
৩১.০৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২২৯টির বা ৬০.২৬ শতাংশের এবং ৩৩টি বা
৮.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৭.২৫ পয়েন্ট বা
০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৯.৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩টি
প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
আজ সিএসইতে ৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged