পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের উত্তরা ব্যাংক লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ জুলাই মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করা হবে বলে জানা গেছে
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০৮কোটি ৮ লাখ ২০ হাজার টাকা ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৬.৪৫, হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৭.১৫।