পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথারিটি (আইডিআরএ)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নাম পরিবর্তনে করে নতুন নামকরণ করা হয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। নাম পবির্তনের পর কোম্পানিটি ইসলামী শরীয়াভিত্তিক ব্যবসা পরিচালনা করবে।
কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের অনুমোদন এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের অনুমোদনের পর পরিবর্তিত নামে কার্যক্রম শুরু করবে কোম্পানিটি।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৬ টাকা থেকে ৩০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৬৬ লাখ হাজার টাকা। বর্তমানে রির্জার্ভের পরিমাণ ৪৫ কোট ২৬ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৩.৬৪। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১০.৯২। কোম্পানির মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১টি। ৩০ জুন ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০.৯৬ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৮.০৪ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী