মেয়াদ বাড়লো ৬ মিউচ্যুয়াল ফান্ডের

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ১০:০৫:৩১ পূর্বাহ্ণ


সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৬ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। ফান্ডগুলো হলো: ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬ ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০৩০ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
অন্যদিকে, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০৩১ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ২০৩১ সালের ৯ জানুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ২০৩২ সালের ২৩ মে পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বাংলাদেশ এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক জানানো হয়েছে যে, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ-১৯৬৯’ সালের আইনের ২০নং ধারা অনুযায়ী এ মেয়াদ বাড়ানো হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩০১ বার পড়া হয়েছে ।
Tagged