ন্যাশনাল ব্যাংকের এজিএম আগামীকাল

সময়: বুধবার, আগস্ট ৭, ২০১৯ ১:১৮:০১ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টায় ঢাকার রেডিসন হোটেলের উৎসব সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ৭ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকায় ওঠানামা করে।
সর্বশেষ প্রকাশিত ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৯ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৯ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে এনএভি ছিল ১৭ টাকা ৬৭ পয়সা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৪.১৬। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ১০।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৬৪৪ বার পড়া হয়েছে ।
Tagged