দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সোমবার (২৬ অক্টোবর) বন্ধ থাকবে।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামীকাল ডিএসই ও সিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
তবে পরের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আবারও যথানিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে। বিষয়টি অর্থসূচক নিশ্চিত করেছেন ডিএসই ও সিএসইর কর্মকর্তারা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান