পূরবী জেনারেল ইন্স্যুরেন্স’র এজিএম আগামীকাল

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ১২:২৪:৫৪ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকাস্থ সমরিতা হসপিটাল অডিটরিয়ামে বিকাল ৩টায় এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরেও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৬ আর্থিক বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ১১ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা ও রিজার্ভে রয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১০.৪৪, হালনাগাদ অ-নিরিক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৯.৭৬।

শেয়ারবাজার নিউজ/রীনা

Share
নিউজটি ৫৮০ বার পড়া হয়েছে ।
Tagged