শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় রায়া স্পিনিং মিলস

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২০ ৬:৪০:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় রায়া স্পিনিং মিলস। কোম্পানিটি আইপিও এর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধিতিতে শেয়ার বিক্রি করে বাজার থেকে ২২ কোটি টাকা অর্থ উত্তোলন করবে।
প্রতিষ্ঠানটি আইপিও সংক্রান্ত পরামর্শক সেবা ও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে। এ লক্ষ্যে আজ ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে সই করেন রায়া স্পিনিংয়ের চেয়ারম্যান মো. আব্দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাই এবং এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টর সিওও ও পরিচালক মোহাম্মদ ফেরদৌস মাজিদ এবং পরিচালক আব্দুস সালাম খান।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৯ বার পড়া হয়েছে ।
Tagged