বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীরা স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২ মে বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছিল। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৬ই জুন। গত ১৮ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এজিএমে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের অনুমোদন দেয় বিনিয়োগকারীরা যা আজ ডিএসই’র ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করবে বলে জানানো হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী