পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার একই সঙ্গে কোম্পানিটির ২০১৩, ২০১৪ ও ২০১৫ আর্থিক বছরের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৫ আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হলেও ২০১৩ ও ২০১৪ আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। এদিকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ১২ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ২২ আগস্ট।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী