ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৫:৩৮:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লকম মার্কেটে এই ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০৫ কোটি ৫২ লাখ টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের। চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। পঞ্চম সর্বোচ্চ ৭ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার, সোনালি পেপারের ৫ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকার, সি পারলের ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার, কেডি সল্ট এর ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ১ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার, ফাইন ফুডের ৯১ লাখ ২৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৮৪ হাজার টাকার, তিতাস গ্যাসের ৬৭ লাখ ৭৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬১ লাখ ৭৬ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫৯ লাখ ৮২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৩ লাখ ৭৫ হাজার টাকার, বিডি থাই ফুডের ৪২ লাখ ৭০ হাজার টাকার, সিনো বাংলার ৩৪ লাখ ৯৫ হাজার টাকার, নেশনাল পলিমারের ৩২ লাখ ৩৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৩০ লাখ ৩০ হাজার টাকার, আমরা টেকের ৩০ লাখ টাকার, ই জেনারেশনের ২৭ লাখ ৭৪ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ২৫ লাখ ৯৪ হাজার টাকার, গ্লোবাল ইনস্যুরেন্সের ২২ লাখ ৩১ হাজার টাকার, সানলাইফ ইনস্যুরেন্সের ২২ লাখ ৯ হাজার টাকার, সিলভা ফার্মার ২১ লাখ ৬০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ২০ লাখ ৪৫ হাজার টাকার, আইটি কনসালটেন্স এর ১৯ লাখ ৫৭ হাজার টাকার, প্রাইম ইনস্যুরেন্সের ১৬ লাখ ৫৬ হাজার টাকার, আমরা নেটের ১৬ লাখ ২৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, শাশা ডেনিমের ১৪ লাখ টাকার, লেভেলো আইস্ক্রিমের ১৩ লাখ ৭৬ হাজার টাকার, লুবরেফের ১২ লাখ ৪৮ হাজার টাকার, প্রভাতী ইনস্যুরেন্সের ১১ লাখ ৭৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১১ লাখ ৫৭ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ১০ লাখ ৭৭ হাজার টাকার, নাভানা ফার্মার ১০ লাখ ৪৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১০ লাখ ৩৫ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮ লাখ ৫১ হাজার টাকার, এ ডি এন টেলিকমের ৭ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৬ লাখ ৭৫ হাজার টাকার, ইফাদ অটোজের ৬ লাখ ৪৮ হাজার টাকার, পেরামৌন্ত টেক্সটাইলের ৬ লাখ ৪৭ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৬ লাখ ১৫ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৫ লাখ ৬০ হাজার টাকার, আর এ কে সিরামিকের ৫ লাখ ৩২ হাজার টাকার, জেমিনি সীর ৫ লাখ ২ হাজার টাকার, মনোস্পুল পেপারের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৭ বার পড়া হয়েছে ।
Tagged