নিজস্ব প্রতিবেদক : পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২ ডিসেম্বর বিকেল ৩.৩০ মিনিটে এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬, ২০১৭, ২০১৮ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এদিকে, কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন ৭৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী