প্রথম তিন প্রান্তিকে তহবিল বেড়েছে জীবন বীমা খাতের ৫ কোম্পানির

সময়: বুধবার, নভেম্বর ২৭, ২০১৯ ৯:৪২:৫৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৯) জীবন বীমা খাতের ৫ কোম্পানির তহবিল আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
জানা যায়, প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৯) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ১১ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। যা এর আগের বছর একই সময়ে ১৯ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা কমে দাঁড়ায় ৩ হাজার ২৭১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ দর ১ দশমিক ১৮ শতাংশ বা ৩ টাকা কমে দাঁড়ায় ২৫১ টাকা ৩০ পয়সায়। দিনভর দর ২৫০ টাকা থেকে ২৫৭ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ১৯ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮৪৯ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকায়। যা এর আগের বছর একই সময়ে ১২ কোটি ৯৪ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৮৭ কোটি ১৬ লাখ টাকা। ডিএসইতে গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৮৬ টাকা ৩০ পয়সা। যা এর আগের কার্যদিবসে ছিল ৮৬ টাকা। এদিন ৭২ বারে কোম্পানিটির মোট ২০ হাজার ৫৫৫টি শেয়ারের লেনদেন হয়।

এদিকে প্রথম তিন প্রান্তিকে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে ১ কোটি ১ লাখ টাকা। এসময় কোম্পানিটির জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৪৫১ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। যা এর আগের বছর একই সময়ে ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৪২৯ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইতে গতকাল এ শেয়ারের সর্বশেষ দর ৪ দশমিক ৫৪ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা কমে দাঁড়ায় ৫০ টাকা ৫০ পায়সায়। দিনভর দর ৫০ টাকা ৪০ পয়সা থেকে ৫৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। এদিন ১ হাজার ১৯৮ বারে কোম্পানিটির মোট ৬ লাখ ৪৪ হাজার ৬৭১ টি শেয়ারের লেনদেন হয়।

হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ১১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৫৬৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। যা এর আগের বছর একই সময়ে ১৮ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৫৩৯ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। এদিকে গতকাল প্রগতি লাইফ শেয়ারের দর কমেছে ৩ দশমিক ৮১ শতাংশ বা ৫ টাকা ৪০ পয়সা। দিনভর দর ১৩৬ টাকা ১০ পয়সা থেকে ১৪৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ১৩৭ টাকা ৩০ পয়সা। এদিন ৪৮২ বারে কোম্পানিটির মোট ১ লাখ ৬০ হাজার ৫৯৯ টি শেয়ারের লেনদেন হয়।
জানা যায়, প্রথম তিন প্রান্তিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ৮ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৯৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। যা এর আগের বছর একই সময়ে ১৫ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৭৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইতে গতকাল মেঘনা লাইফ শেয়ারের সর্বশেষ দর শূন্য দশমিক ৫৬ শতাংশ বা ৩ পয়সা বেড়ে দাঁড়ায় ৫৩ টাকা ৮০ পয়সায়। সমাপনী দর ছিল ৫৩ টাকা ৯০ পয়সা। এদিন ১১৮ বারে কোম্পানিটির মোট ৬৯ হাজারা ২৮ টি শেয়ারের লেনদেন হয়।
দৈকিন শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৯ বার পড়া হয়েছে ।
Tagged